BGRF

Bhagavad Gita Research Foundation

ভগবত গীতা রিসার্স ফাউন্ডেশনের (BGRF) কর্মকান্ড বিষয়ক কানাডা চেপ্টার্স এর প্রথম সভা অনুষ্ঠিত হয় গত ১২ নভেম্বর হিন্দু মন্দিরে। সভায় উপস্থিত ছিলেন ভারত সেবা আশ্রমের মহারাজ পুস্করাননদ। এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিদের অনেকে। সকলেই এই সার্বজনীন কাজকে এগিয়ে নিয়ে যাবার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।